Tom: Am
Am F C G
শুনেছি আমি, তুমি ভালোই আছো
Am C Am Dm
ভুলে গেছো আমায় আবার ভুলতে শিখেছো
Am F C Dm
বলো তুমি ছাড়া আর কে আছে আমার সব গানে
Am F C G
অবচেতন মনে আর কতদিন আমায় কাঁদাবে
F G Am
যতদূরে থাকো, এত কেনো কাছে
Am Dm Am
আজও অনুভবে আছো তুমি
F G Am
যতদূরে থাকো, এত কেন কাছে
Am Dm Am
সেই স্পর্শ তোমার আজো আছে
[Verse]
Am F C G
শুনেছি আমি, তুমি ভালোই আছো
Am C Am Dm
ভুলে গেছো আমায় আবার ভুলতে শিখেছো
Am F C G
শুনেছি আমি, জীবন নাকি থেমে থাকে না
Am C Am G
তবু কেন আমি তোমায় ভুলতে পারি না
[Chorus]
Am F C Dm
বলো তুমি ছাড়া আর কে আছে আমার সব গানে
Am F C G
ফেলে আসা যত সুখের স্মৃতি কেনো আজ কাঁদাবে
F G Am
যতদূরে থাকো, এত কেনো কাছে
Am Dm Am
আজও অনুভবে আছো তুমি
F G Am
যতদূরে থাকো, এত কেন কাছে
Am Dm Am
সেই স্পর্শ তোমার আজো আছে
[Outro]
Am F C Dm
বলো আমায় ছাড়া সত্যি তুমি হাঁসতে যদি পারো
Am F C G
তবে দূরেই থাকো অনেক দূরে হয়ে অন্য কারো
F G Am
যতদূরে থাকো, এত কেন কাছে
Am Dm Am
আজও অনুভবে আছো তুমি
F G Am
যতদূরে থাকো, এত কেনো কাছে
Am Dm Am
সেই স্পর্শ তোমার আজো আছে