Tom: Gm
Am D Am D Am D E (2x)
[Verse]
Am D Am D Am
একটি ছেলে হাঁটছে একা, ঝর্ণা ধোঁয়া ছোট্ট পথে
D E
বৃষ্টি ভেজা হাল্কা রোদে, জানে না জীবন কাকে বলে
Am D Am D
পাহাড়ি শ্যামল ছায়া, জীবন তার স্বপ্নে ঘেরা
Am D E
কোত্থেকে এক ঝড়ো হাওয়া, ভেসে নিয়ে গেল তাকে
[Chorus]
F G C F G Am
চারিদিকে সব নেকড়ে দল, আখড়ে ধরে শক্ত করে
F G C D E Am
কুৎসিত সব গর্জনে ভেঙ্গে দেয়, ভেঙ্গে দেয় স্বপ্ন
Rest of the song are the same except this part
[Bridge]
Gm Bb F Dm
অথচ কতো সুন্দর হতে পারত এ জীবন
Cm Am D Gm
শকুন যদি হত শান্তির পায়রা
Gm Bb F Dm
অথচ কতো সুন্দর হতে পারত এ জীবন
Cm Dm F C
নেকড়ে যদি হত হরিণের অঞ্জন
[Outro]
F G C (The F and G here should be on half-half rhythm also)
F G Am
F G C
E
ও...